অতিরিক্ত ভালোবাসার অপর নাম কষ্ট – রোমান্টিক ভালোবাসার গল্প

রোমান্টিক ভালোবাসার গল্প: অপনাকে একটা ছোট্ট করে রিকুয়েস্ট পাঠাতে পারি? – বড় করে হলে পাঠাতে পারেন। – হা হা হা!! তাই নাকি? আপনি কি করেন? – Nothing,খাই আর ঘুমাই।আপনি?

আমার কথা আর কি শুনবেন! রাস্তায় রাস্তায় ঘুরি। BTW আমরা কি ভালো বন্ধু হতে পারি? – হুম,তবে শর্ত আছে!! – কি শর্ত? – কোনো হাংকি পাংকি চলবেনা… – What a হাংকি পাংকি!! BTW আমার কোনো জিএফ নেই,আর লাগবেও না।

একটা ভালো বন্ধু হলে হবে। – ও ও ও – আমরা কি একে অপরের ভালো বন্ধু হতে পারি? – হুম আমি রিহান।এভাবেই আমাদের বন্ধুত্বের সূত্রপাত।ফেইসবুকেই আমাদের কথা হতো।

পরদিন সে আমাকে বললো- তোমার নাম টা তো বললে না। – রিহান। তোমার? – Nickname আঁখি – ভালো নাম কি FB তে যেটা আছে ওটা? – হুম – আচ্ছা তুমি কি কর বললে না তো!! – পড়ালেখা। তুমি? – Same here.কোন ক্লাস? – ক্লাস থ্রি।

তুমি? – ক্লাস টু – তাহলে তো তোমাকে তুই করে বলবো। – As ur wish – কেমন আছিস? – ভালো – Seriously তুই কোন ক্লাসে পড়স? – HSC ফল প্রার্থী। তুমি? – আমিও – ও ও ও – তুই আমাকে তুই করে বলতে পারিস।

রোমান্টিক ভালোবাসার গল্প

আচ্ছা এভাবে আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয়ে গেলো।প্রতিদিন দুজনের মধ্যে অনেক কথা হতো।একদিন সে আমাকে বললো যে তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে।আমি বললাম আমার ও।তারপর আমি তাকে আমার দুইটা পিক সেন্ড করলাম।

সে ও আমাকে তার একটা পিক সেন্ড করলো।কয়েকদিন পর আমি তাকে বললাম যে তোর কণ্ঠটা শুনতে ইচ্ছে করতেছে খুব।পারলে তোর ফোন নম্বরটা দিস,আমারটা FB তেই আছে।আমাদের মধ্যে ফোনে কথা শুরু হয়ে গেলো।

তার মানে সম্পর্কটা এখন গাঢ় থেকে গাঢ়তর।সারাদিন ওর সাথে থাকতাম।হয় FB তে না হয় ফোন কলে।আঁখি খুব ভালো মেয়ে,খুবই ভালো।এভাবে চলতে চলতে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি।

একদিন আমি জানতে পারলাম যে আমি ছাড়াও তার আরো কয়েকজন ভালো ছেলে বন্ধু আছে এবং সে তাদের সাথে খুবই ঘনিষ্ঠ।বিষয়টা আমাকে কষ্ট দিলেও তাকে বুঝতে দেইনি।আমি যে ওকে ভালোবেসে ফেলেছি সেটা তাকে অনেক ভয়ে ভয়ে জানালাম।সে হেসে উড়িয়ে দিলো।

সেরা প্রেমের গল্প

রোমান্টিক ভালোবাসার গল্প

আমি বললাম যে আঁখি আমি সিরিয়াস। তারপর হয়তো সে বুঝতে পারছিল,কিন্তু বিষয়টা সে এড়িয়ে গেলো।অতটুকুতেই সেদিন তার কাছ থেকে বিদায় নিলাম।সারারাত ঘুমাতে পারিনি।

সকালে সে আমাকে ফোন করলো।আমার ভয়েস শুনে হয়তো বুঝেছিল যে আমি কষ্টে আছি।আমাকে জিজ্ঞাস করলো যে রিহান তুই আমাকে সত্যিই ভালোবাসিস,যেভাবে লাভাররা ভালোবাসে?

আমি হ্যাঁ বলার পর সে আমাকে পরোক্ষভাবে প্রত্যাখ্যান করলো।আমি হাসিমুখে তা মেনে নেই শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য।সম্পর্কটা ভেঙ্গে গেলে সে খুব কষ্ট পেতো।

আমি তাকে কষ্ট দিতে চাইনি।যতো দিন যাইতেছে তত তার প্রতি ভালোবাসা না কমে গাঢ় রূপ ধারণ করলো।

হঠাৎ একদিন জানতে পারলাম যে তার বয়ফ্রেন্ড আছে।মাথার উপর আকাশ ভেঙ্গে পড়লো।চারদিক অন্ধকার হয়ে গেলো।নিরবে কেঁদেছি,কাওকে কিচ্ছু বলিনি।

তারপরও তার প্রতি এতটুকু ঘৃনা জন্ম নেই নি।কারন যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ঘৃনা করা যায়না। তার শত দোস থাকলেও একটা গুন কে আগলে ধরে সারাজীবন ভালোবাসা যায়।

রোমান্টিক লাভ স্টোরি গল্প

আমি শেষবারের মত তাকে আমার ভালোবাসার কথা জানালাম।এমনভাবেজানালাম যাতে সে এড়িয়ে যেতে না পারে।ওর FB তে “In a Realationship” রিকুয়েস্ট পাঠালাম।রিকুয়েস্ট পাঠানোর আগে তাকে আমার হৃদয়ের সব কথা বলে দিলাম।

রিকুয়েস্টটা পাঠানোর উদ্দেশ্য ছিলো-সে আমাকে মুখে সরাসরি হয়তো কিছু বলতে পারবেনা,রিকুয়েস্ট দ্বারা তার মন কি বলে তা জানার জন্য।

সে রিকুয়েস্ট “Ignore” করে আমার ভালোবাসা সরাসরি প্রত্যাখ্যান করলো। আর আমাকেও বুঝিয়ে দিলো যে “কাওকে অতিরিক্ত ভালোবাসতে যেওনা,তাহলে কষ্টের আগ্নেয়গিরিতে ঝাঁপ দিতে হবে”।

অতঃপর আজ আমি নিঃসঙ্গ।

Leave a Comment