দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি ও দোয়া

দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি, স্বামী স্ত্রীর সাথে যৌনমিলন করা যেমনি একটি মহান আল্লাহ তা’য়ালা প্রদত্ত নিয়ামত তেমনি এটি একটি ইবাদত। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি বা নিয়ম ইত্যাদি কুরআন ও হাদিসে বর্ণিত আছে। তাই আমরা ইসলামের বিধান অনুযায়ী সহবাস করব যেন যৌনমিলন হালাল থেকে হারামে রুপান্তর না হয়।

দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি

  • সহবাসের সময় দু’আ পাঠ করা
  • পবিত্রতা
  • দ্বিতীয়বার সহবাস
  • কালোজিরা খাওয়া
  • মধু খাওয়া
  • টেনশন না করা
  • দীর্ঘ সময় মিলনে স্বামী-স্ত্রীর গভীর ভালবাসা থাকা আরো ইত্যাদি ইত্যাদি!

দাড়িয়ে সহবাস করা যাবে কি

এক কথায় বলতে গেলে দাঁড়িয়ে সহবাস করা যাবে বা এটি জায়েজ আছে। আর বিস্তারিতভাবে বলতে গেলে বলতে হয়, পবিত্র কুরআনে আল্লাহ পাক সূরা বাকারার ২২৩ নম্বর আয়াতে বলেছেন-তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমরা যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে , যেভাবে খুশি সেভাবে তোমাদের শস্যক্ষেত্রে।

কুরআনের এই আয়াতটি দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় যে দাঁড়িয়ে সহবাস করা জায়েজ আছে। সহবাস যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে এবং যেভাবে খুশি সেভাবে করা যাবে তবে এটি অবশ্যই যোনিপথে হতে হবে।

স্বামী-স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়তে হয়

بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি

স্বামী-স্ত্রী মিলনের দোয়া বাংলা

বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা

দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি

অর্থ : হে আল্লাহ! তোমার নামে (যৌন মিলন বা সহবাস) আরম্ভ করছি, তুমি আমাদের (স্বামী-স্ত্রী উভয়ের) কাছ থেকে শয়তানকে দূরে রাখ। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবেন, সে সন্তানকেও শয়তান (যাবতীয় আক্রমণ) থেকে দূরে রাখ।

শেষ কথা

যৌন মিলন যে সঙ্গীর সঙ্গেই হোক না কেন, মনকে দৃঢ় রাখতে হবে, কোন প্রকার ভীতি সংশয় বা সন্দেহ মনে দেখা দিলে যৌন অক্ষমতা অনিবার্য হয়ে আত্মপ্রকাশ করে। তাই মিলন করার সময় নারীর চাওয়া পাওয়াকে বেশি প্রাধান্য দেয়া উচিত।

আরো পড়ুনঃ (ঘুমানোর আগে পরের দোয়া ও আমল)

2 thoughts on “দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি ও দোয়া”

Leave a Comment