ঘুমানোর আগে পরের দোয়া ও আমল

ঘুম আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহর রাসুল (স.) ঘুমানোর আগে ও পরে দোয়া পাঠের শিক্ষা দিয়েছেন। রাতে নিয়মমাফিক ঘুমানো স্বাস্থ্যের জন্য আবশ্যক। পর্যাপ্ত ও পরিমাণ মতো ঘুম দেহাবয়বে নিয়ে আসে একরাশ প্রশান্তি।

ঘুমানোর আগে আমল

১) ঘুমানোর দোয়া পড়া

২) ঘুমানোর আগে সুরা ইখলাস, সুরা ফালাক্ব ও সুরা নাস একবার করে পড়ে দুই হাতে ফুঁ দিয়ে মাথা থেকে দেহ পর্যন্ত যত দূর যায় বুলাবে।তারপর ডান হাত ও বাম হাত বুলাবে। যেকোন (ক্ষতিকর) জিনিস থেকে নিরাপত্তার জন্য এটা যথেষ্ট হবে।

৩। ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করলে মীযানে এক হাজার সওয়াব সংযােজিত হয়।

৪। কুরআনের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আয়াত ‘আয়াতুল কুরসী’ । যে ব্যক্তি ঘুমানোর সময় ইহা পাঠ করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না।

ঘুমানোর দোয়া আরবি

 اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

ঘুমানোর দোয়া ছবি আরবি

ঘুমানোর দোয়া

ঘুমানোর দোয়া বাংলা

আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।

ঘুমানোর দোয়া ছবি বাংলা

ঘুমানোর দোয়া

ঘুমানোর দোয়া বাংলা অর্থসহ

হে আল্লাহ! আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।

ঘুম থেকে উঠার দোয়া আরবি

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

ঘুম থেকে উঠার ছবি আরবি

ঘুমানোর দোয়া

ঘুম থেকে উঠার দোয়া বাংলা

আলহামদু লিল্লাহিল লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর

ঘুম থেকে উঠার ছবি বাংলা

ঘুমানোর দোয়া

ঘুম থেকে উঠার দোয়া বাংলা অর্থ

সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবির ঘুমানোর এ ছোট্ট আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

আরো পড়ুনঃ (তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম)

1 thought on “ঘুমানোর আগে পরের দোয়া ও আমল”

Leave a Comment